কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় খেলতে গিয়ে ইউসুফ (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার পুমদী ইউনিয়নের বর্শিকুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ ওই গ্রামের কামাল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে ইউসুফ প্রতিবেশী শিশুদের সঙ্গে সাবেদ আলী মাস্টারের পুকুরপাড়ে খেলছিল। এক পর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর ইউসুফকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খোঁজ শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. কামরুল ইসলাম বলেন, ইউসুফের মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন দুর্ঘটনা এড়াতে তিনি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, “ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। শিশুটির মরদেহ বর্তমানে পরিবারের হেফাজতে রয়েছে।”
একুশে সংবাদ/এ.জে