বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত নারীদের উঠান বৈঠকে জেলা বিএনপি নেতা ও বাগেরহাট-৩ (মোরেলগঞ্জ–শরণখোলা–কচুয়া) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, “বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সময়েই দেশের নারী জাগরণের সূচনা হয়। শহর থেকে গ্রাম পর্যন্ত শিক্ষা, কর্মসংস্থান ও পেশাগত অগ্রগতিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।”
তিনি আরও বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মধ্যে প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড প্রদানের অঙ্গীকার রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে দরিদ্র মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
তিনি অভিযোগ করেন, “ধর্মভিত্তিক কিছু দল ধর্মের অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। বিএনপি সব ধর্মের মানুষের সহাবস্থানে বিশ্বাস করে।”
শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার পঞ্চকরণ ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি শাহিন ফেরদৌস হ্যাপী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন নাহার শিল্পী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক লাইজুন নাহার লুচি, এবং মহিলা দল নেত্রী জিন্নাত আরা নার্গিস ও রোজিনা বেগম প্রমুখ।
প্রধান অতিথি কাজী খায়রুজ্জামান শিপন আরও বলেন, “পিআর পদ্ধতি বা জটিল নির্বাচনী প্রক্রিয়া সাধারণ মানুষ বোঝে না। বিএনপি ক্ষমতায় গেলে দেশের শিক্ষা, যোগাযোগ ও অর্থনৈতিক খাতে আমূল পরিবর্তন আসবে। তাই ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।”
একুশে সংবাদ/এ.জে