কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনু নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার এলংজুরী এলাকার ধনু নদীতে এই ঘটনা ঘটে।
নিখোঁজ জেলের নাম শ্রীকৃষ্ণ দাস (৫০)। তিনি এলংজুরী ইউনিয়নের বড়হাটি গ্রামের মৃত রসিক দাসের ছেলে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে শ্রীকৃষ্ণ দাস একটি ডিঙি নৌকায় মাছ ধরতে নদীতে যান। আশপাশে আরও কয়েকজন জেলে মাছ ধরছিলেন। এক ঘণ্টা পর তারা নৌকায় জাল ও মোবাইল পেলেও শ্রীকৃষ্ণকে দেখতে পাননি। পরে ঘটনাটি গ্রামে জানানো হয়।
এলংজুরী এলাকার বাসিন্দা আশিক দাস জানান, দুই বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে শ্রীকৃষ্ণের স্ত্রী মারা গেছেন। তার এক মেয়ে ও দুই ছেলে সন্তান রয়েছে।
নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র দাস জানান, গতকাল থেকেই শ্রীকৃষ্ণ জ্বরে ভুগছিলেন। তারপরও জীবিকার তাগিদে নদীতে মাছ ধরতে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় তিনি নদীতে পড়ে গেছেন।
বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।
একুশে সংবাদ/এ.জে