ঢাকার সাভারে হাঁসের খামারের আড়ালে গড়ে ওঠা দেশিয় মদের কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৫শ লিটার দেশি মদ জব্দ করেছে র্যাব-৪। জব্দকৃত দেশি মদের বেশিরভাগই ঘটনাস্থলে ধ্বংস করা হয় এবং আটক করা হয় জড়িত এক যুবককে।
মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে র্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলামের নেতৃত্বে সাভার পৌরসভার ধরেন্ডা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে পৌরসভার ধরেন্ডা এলাকার "পল কোড়াইয়া" নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালনো হয়। অভিযানে প্রায় ৫শ লিটার বাংলা মদ জব্দ করা হয়। বাড়ির পাশের বাগানে মাটির গর্তে ও বাড়ির ভেতরে হাঁস মুরগির পালনের ঘরে প্লাস্টিকের ড্রামে মদ রাখা ছিল। এসময় ঘটনায়স্থল থেকে "নিথিন এ্যান্থনি কোড়াইয়া" নামে এক যুবককে আটক করা হয়।
আটককৃত যুবক প্রাথমিকভাবে মদ তৈরির কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব। পরে রাতেই তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
একুশে সংবাদ // র.ন