চট্টগ্রামের বোয়ালখালী উপজেলাতে ১০৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৭ টি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।
বোয়ালখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১০৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে ১০৭ জন প্রধান শিক্ষকের এবং ৬৭১ জন সহকারী শিক্ষকের পদ রয়েছে। এর মধ্যে বর্তমানে প্রধান শিক্ষক পদে কর্মরত রয়েছেন ৭০ জন। বাকি ৩৭টি বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত দিয়ে। আর সহকারী শিক্ষকের পদশূন্য রয়েছে ৪০ জনের।
কাজী বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস ছামাদ বলেন, প্রধান শিক্ষক না থাকার কারনে বিদ্যালয়গুলোতে প্রশাসনিক দুর্বলতা বাড়ছে, শিক্ষার মান ব্যাহত হচ্ছে, দাপ্তরিক কাজের পাশাপাশি পাঠদানে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এবং অন্যান্য সহকারী শিক্ষকদের উপর অতিরিক্ত চাপ পড়ছে। সুষ্ঠুভাবে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার স্বার্থে স্কুলগুলোতে জরুরি ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন।
উপজেলার গোমদন্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহমদ বলেন, বদলি ও অবসরজনিত কারণে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য হওয়ায় সহকারি শিক্ষকদের মধ্যে একজনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে হচ্ছে। অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ চার থেকে পাঁচজন শিক্ষক রয়েছেন। এর মধ্যে কোনো বিদ্যালয়ে যদি প্রধান শিক্ষকের পদ শূন্য হয়, তাহলে শিক্ষক সংকট দেখা দেয়। বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক না থাকলে শিক্ষা কার্যক্রমের ব্যাঘাত হয় তাই পর্যাপ্ত শিক্ষক নিয়োগের জন্য কতৃপর্ক্ষের নিকট আবেদন জানাচ্ছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা হারুন উর রশীদ বলেন,আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। দ্রুত শূন্য পদগুলো পূরণের চেষ্টা চলছে। আশা করছি, আগামী জানুয়ারীর মধ্যে এই সমস্যার সমাধান হবে।
একুশে সংবাদ/এ.জে