AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকায় শিক্ষক নিগ্রহের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কর্মবিরতি


Ekushey Sangbad
ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি, পাবনা
১২:১১ পিএম, ১৩ অক্টোবর, ২০২৫

ঢাকায় শিক্ষক নিগ্রহের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কর্মবিরতি

ঢাকায় শিক্ষক-শিক্ষাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং প্রস্তাবিত বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে পাবনার ভাঙ্গুড়া উপজেলার সব এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে।

রবিবার (১২ অক্টোবর) রাজধানীর ঢাকা প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা যৌক্তিক ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করেন। ওই সময় আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয় এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে ‘এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট’সহ বিভিন্ন শিক্ষক সংগঠন সোমবার (১৩ অক্টোবর) থেকে দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা দেয়।

সে অনুযায়ী ভাঙ্গুড়ার সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানেও কর্মবিরতি চলছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত থাকলেও শিক্ষকরা পাঠদান থেকে এবং কর্মচারীরা নিয়মিত প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত আছেন।

উপজেলার বি বি হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষক-কর্মচারীদের এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী বি বি দাখিল মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরাও।

সভায় বি বি হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম বলেন, “সারা দেশের মতো আমরাও কর্মবিরতিতে রয়েছি। যৌক্তিক এ দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

বি বি দাখিল মাদ্রাসার সহকারী সুপারিনটেনডেন্ট মো. হযরত আলী বলেন, “সরকার প্রতিশ্রুত দাবি পূরণ না করে ঢাকায় শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষকদের নিগ্রহ করেছে—এটি দুঃখজনক। আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছি। দাবি মেনে নিলেই শ্রেণিকক্ষে ফিরব।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!