মোংলায় মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় স্থানীয় সাংবাদিক মাসুদ রানা (রেজা মাসুদ)-এর ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অসত্য ও মানহানিকর অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হয়েছেন পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের কেওড়াতলা এলাকার কথিত মাদক ব্যবসায়ী রাজ্জাক তালুকদারের মেয়ে জামাই নাহিন ইসলাম।
স্থানীয় সাংবাদিক রেজা মাসুদ জানান, মাদক ব্যবসায়ী রাজ্জাক তালুকদার ও তার জামাই নাহিন ইসলামসহ তাদের সহযোগীদের মাদক ব্যবসার তথ্য ফেসবুকে প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে নাহিন তার ছবি বিকৃতি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালায়।
তিনি বলেন, “অভিযুক্ত নাহিন ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি ‘মোঃ নাহিন ইসলাম’ থেকে আমার ছবি বিকৃতি করে মানহানিকর ও অসত্য তথ্য প্রচার করছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব পোস্টের মাধ্যমে আমার ও আমার পরিবারের সামাজিক অবস্থান ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে।”
রেজা মাসুদ আরও জানান, “মাদকের বিরুদ্ধে লেখালেখি করার কারণেই এসব অপপ্রচার করা হচ্ছে। তার (নাহিনের) সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বিরোধ নেই। তবু নাহিন ও তার শ্বশুর রাজ্জাক আমাদের পরিবারকে হুমকি দিচ্ছে এবং এলাকা ছাড়ার জন্য চাপ দিচ্ছে। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”
অভিযুক্ত নাহিন ইসলামের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, “সাংবাদিক মাসুদ রানা মৌখিকভাবে জানিয়েছেন, নাহিন ইসলাম ফেসবুকে ছবি বিকৃতি করে অপপ্রচার চালিয়েছে। তিনি যদি লিখিত অভিযোগ দেন, তাহলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে