রাজবাড়ী-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন সম্প্রতি জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
রবিবার (১২ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ের সম্মেলন কক্ষে দীর্ঘ সময়ের জন্য সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও রাজবাড়ী-২ আসনে মনোনয়ন প্রত্যাশী অ্যাড. লিয়াকত আলী বাবু এবং রাজবাড়ী-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার (পিন্টু)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও রাজবাড়ী-১ আসনে মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান লিখন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. খালেদ পাভেল, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিদুর রহমান সাহিন এবং দলীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় হারুন অর রশিদ হারুন বলেন, "আমরা সবাই বিএনপির মানুষ। দলের স্বার্থে ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। বিএনপি যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই মিলে তার পক্ষে কাজ করব। এই ঐক্যই আমাদের শক্তি।"
তিনি আরও বলেন, "গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকারের সুরক্ষার জন্য রাজবাড়ীর বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা রাখবে।"
সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলীয় নেতারা।
একুশে সংবাদ/এ.জে