রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে খাগড়াছড়িতে ভারতীয় অবৈধ সিগারেট ও মাদকের চোরাচালান করতে চোরাকারবারীরা ব্যর্থ হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) রাতে সেনাবাহিনীর লংগদু জোন গোপন সংবাদের ভিত্তিতে মদনঘাট এলাকায় নদীর ঘাটে সন্দেহভাজন নৌকাকে আটক করার চেষ্টা করে। তবে চোরাকারবারীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঝড়বৃষ্টির মধ্যে নৌকায় পালিয়ে যায়।
পরবর্তী তল্লাশিতে নদীর চরের মাঝখান থেকে বস্তাবন্দী বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২৫–৩০ লাখ টাকা।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, বাঘাইছড়ি ও মারিশ্যা এলাকার পাহাড়ী পথ ও কাপ্তাই হ্রদ ব্যবহার করে দীঘিনালা হয়ে খাগড়াছড়িতে চোরাচালান পরিচালিত হতো। বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন নিয়মিতভাবে এই চোরাচালানের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
একুশে সংবাদ/এ.জে