গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শিশুদের টাইফয়েড প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকালে সাদুল্লাপুর কে এম পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে টিকাদান কেন্দ্র উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলাম মন্ডল, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুরঞ্জিত, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সম্ভু চরণ দাস, পরিবার পরিকল্পনা অফিসার বাদশা আলম সরকার, প্রধান শিক্ষক মশিউর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর গোলাম রাব্বানী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সহকারীরা।
ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সঠিক সময়ে টিকা নিলে শিশুদের সহজেই সুরক্ষা দেওয়া সম্ভব। স্বাস্থ্য খাতে সরকারের এই উদ্যোগ যুগান্তকারী পদক্ষেপ।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম মন্ডল জানান, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য উপজেলার প্রতিটি ইউনিয়নে টিকাদান কার্যক্রম চলবে। তিনি জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন যাতে নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ করা যায়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

