AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীতে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন



রাজবাড়ীতে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন

রাজবাড়ীতে টাইফয়েড প্রতিরোধে টিসিভি (TCV) টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ অক্টোবর) সকাল রাজবাড়ী সিভিল সার্জন অফিসের আয়োজনে আর.এস.কে ইনস্টিটিউশন প্রাঙ্গণে প্রধান অতিথি জেলা প্রশাসক সুলতানা আক্তার উদ্বোধন করেন।

জানা গেছে, রাজবাড়ীতে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৩ লাখ ১২ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এপর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে মাত্র ১ লাখ ২৫ হাজার শিশুর। টিকা প্রদান কার্যক্রম চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এস.এম. মাসুদ। এ সময় স্বাগত বক্তব্য রাখেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, বিনোদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার ঘোষ, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী আহসান হাবীব, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু এবং আর.এস.কে ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, "টাইফয়েড প্রতিরোধে টিসিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও হালাল। এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। অসুস্থ থাকলে পরবর্তীতে টিকা নেওয়া যাবে। এমনকি রেজিস্ট্রেশন না করেও শিশুরা এই টিকা গ্রহণ করতে পারবে।"

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!