ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে দুইটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ফার্মেসিকে মোট ১২,৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুদ উদ-দোলা অভিযানের নেতৃত্ব দেন। ২০১৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী গ্লোবাল ডায়াগনস্টিক সেন্টারকে ৬,০০০ টাকা, নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারকে ৫,০০০ টাকা এবং পাইওনিয়ার ফার্মেসিকে ১,৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহায়তা করেন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পীরগঞ্জ থানা পুলিশের সদস্যরা। অন্যদিকে, অভিযানের খবর পেয়ে হিমালয় ডায়াগনস্টিক সেন্টারের মালিক প্রতিষ্ঠান বন্ধ করে স্থান ত্যাগ করেন।
একুশে সংবাদ/এ.জে