AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালীগঞ্জে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৩:৪৯ পিএম, ১২ অক্টোবর, ২০২৫

কালীগঞ্জে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সারাদেশের মতো কালীগঞ্জেও শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। এই মাসব্যাপী কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে।

রোববার (১২ অক্টোবর) সকালে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইন ২০২৫ এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিজওয়ানা রশীদ।

উপজেলার পৌরসভা ও ৭টি ইউনিয়নের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে কেন্দ্র সংখ্যা ২৪টিতে উন্নীত করা হবে। প্রধান অতিথি এ সময় বলেন, “কোনও শিশু যেন এই টিকা থেকে বাদ না পড়ে। প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা স্কুল ও মাদ্রাসায় এই টিকা পাবেন। ক্যাম্পেইন সফল হলে এটি টাইফয়েড প্রতিরোধে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।”

উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জেসিলি ঘোষ মুনমুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক নাছরিন আক্তার, টিকাদান কর্মসূচির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মী।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!