মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় প্রতিবেশীর লাঠি ও ঘুষিতে গুরুতর আহত এক যুবক বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছেন। আহতের নাম নাইম শেখ (২৫)। তিনি উপজেলার উত্তর কামারগাঁও গ্রামের মো. রতন শেখের পুত্র।
ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ১০.৩০ ঘটিকায় উত্তর কামারগাঁও এলাকায়। আহতের মামা আব্দুল কাদির (পিতা- মৃত আবুল কাশেম) বাদী হয়ে ১১ অক্টোবর রাতে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১৯, তারিখ: ১১/১০/২০২৫।
মামলার এজাহারে বলা হয়েছে, নাইম শেখের ছোট ভাই মোঃ লিটন শেখ (৩৯) এবং বিবাদী হারুন শেখ (৬০) এর মধ্যে বসত বাড়ীর জমি নিয়ে বিরোধ চলছিল। প্রবাসী মোঃ লিটন শেখ সম্প্রতি দেশে ফেরেন এবং ঘরে ওঠার জন্য সিড়ি নির্মাণ করতে গেলে বিবাদীরা বাধা দেয়। এরপর তর্ক-বিতর্কের একপর্যায়ে নাইম শেখ মীমাংসার চেষ্টা করলে বিবাদীরা তাকে এলোপাথাড়ি মারধর করে।
অভিযোগ রয়েছে, হারুন শেখ কাঠের ডাসা দিয়ে নাইম শেখের মাথায় আঘাত করে, ফলে তার মাথার তালুতে গুরুতর রক্তাক্ত ফাটা জখম হয়। আশপাশের লোকজন আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য পপুলার হাসপাতালে, ধানমন্ডিতে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, নাইম শেখের অবস্থা আশঙ্কাজনক।
মামলার অন্যান্য আসামীরা হলেন:
১. হারুন শেখ (৬০), পিতা- মৃত শেখ আমজাদ
২. নাঈম শেখ (২৬), পিতা- হারুন শেখ
৩. নাহিদ শেখ (২০), পিতা- হারুন শেখ
৪. মোছাঃ নাসিমা বেগম (৫০), স্বামী- হারুন শেখ
৫. মোছাঃ হামিদা আক্তার (৩২), স্বামী- তাজেল শেখ
৬. মৌসুমী আক্তার (২৮), স্বামী- মোঃ আশিক
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন শ্রীনগর থানার ওসি মো. নাজমুল হুদা খান।
একুশে সংবাদ/এ.জে