আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং উক্ত আদেশের ওপর গণভোট আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জেলা জামায়াত নেতৃবৃন্দ।
রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় এই কর্মসূচি সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শূরা সদস্য অধ্যাপক মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী, জেলা নায়েবে আমীর মুখলেসুর রহমান ও সেক্রেটারি অধ্যাপক আবু বকর।
এর আগে সকাল ১০টায় জেলা শহরের বড় ইন্দারা মোড় থেকে জেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা ও উপজেলা জামায়াতের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী ও উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলীম। তারা বলেন, “পিআর প্রক্রিয়া নিয়ে জনগণের মধ্যে ভুল ধারণা দেওয়া হচ্ছে, অথচ দেশের অধিকাংশ মানুষ পিআরের পক্ষে। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও তার বাস্তবায়ন নিয়ে টালবাহানা জনগণ মেনে নেবে না।”
এছাড়া বক্তারা জাতীয় পার্টিসহ ১৪ দলের শরিকদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন, যারা তাদের মতে ফ্যাসিবাদের সহযোগী।
একুশে সংবাদ/এ.জে