কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়নে বিএনপির এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজন করে ডালপা গ্রামের বাজারে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপি সভাপতি রফিকুল ইসলাম বৈঠকের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কার্যক্রম বাস্তবায়নের জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং জনগণকে সম্পৃক্ত করতে হবে।”
উঠান বৈঠকের সঞ্চালনা করেন বিএনপি নেতা হান্নান মাস্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন ও যুগ্ম আহ্বায়ক ফারুক সরকার মুজিব।
এছাড়া উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
একুশে সংবাদ/এ.জে