AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরগঞ্জে জাতীয় পতাকার স্ট্যান্ডে জুতা ওড়ানোর ঘটনায় এক যুবক আটক



সুন্দরগঞ্জে জাতীয় পতাকার স্ট্যান্ডে জুতা ওড়ানোর ঘটনায় এক যুবক আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় পতাকা উত্তোলনের স্ট্যান্ডে জুতা ওড়ানোর ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

রবিবার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।

ঘটনার সূত্রপাত একটি ভিডিও থেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়—এক যুবক ফ্ল্যাগ স্ট্যান্ডের রশিতে জুতা লাগিয়ে ওপরে তুলছেন। তার পাশে দাঁড়িয়ে থাকা আরও কয়েকজন যুবক বিষয়টি দেখে হাসাহাসি করছেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মারুফ হাসান মিরাজ নামের এক যুবককে আটক করে। তিনি উপজেলার রামভদ্র গ্রামের ফুল মিয়ার ছেলে এবং বামনডাঙ্গা আব্দুল হক কলেজের ছাত্র। আটক মিরাজকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, “ভিডিও দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। জাতীয় প্রতীকের অবমাননার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।”

সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম তার ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হচ্ছে। দয়া করে কেউ ভিডিওটি পুনরায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করবেন না।”

স্থানীয়রা জানিয়েছেন, এমন ঘটনায় জাতীয় পতাকার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিকভাবে তীব্র সমালোচনা চলছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন পুরো ঘটনাটি তদন্ত করছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!