চট্টগ্রামের বোয়ালখালীতে টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার বেঙ্গুরা কে.বি.কে.আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নির্গাত জাবীন, ডা. রাজশ্রী, ডা. তোফায়েল আহমদ, ডা. মাসুদুল আলম, ডা. শারমিন আকতার, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমি বড়ুয়া এবং প্রেস ক্লাবের সদস্য এম মনির চৌধুরী রানা ও শাহাদাত হোসেন ছোটন প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, ইপিআই কার্যক্রমের অংশ হিসেবে ‘টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫’ আজ থেকে শুরু হয়েছে। এ ক্যাম্পেইনে বোয়ালখালী উপজেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ৭২ হাজার ৬৪৩ জন শিশু টিকা পাবে।
এর মধ্যে ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫২ হাজার ৩৮৭ জন এবং ২১১টি কমিউনিটি কেন্দ্রে ২০ হাজার ২৫৬ জন শিশুকে টিকা দেওয়া হবে।
শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম চলবে ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটি পর্যায়ে ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।
একুশে সংবাদ/এ.জে