AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন: টিকা পাবে ৩ লাখ ৮৩ হাজার শিশু



শেরপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন: টিকা পাবে ৩ লাখ ৮৩ হাজার শিশু

শেরপুরে আনুষ্ঠানিকভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় পৌর শহরের ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মো. শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৩ লাখ ৮৩ হাজার ১৯৪ জন শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে।

টিকাদান কার্যক্রম চলবে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মোট ১৮ কর্মদিবস। প্রথম ধাপে (১২–৩০ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং দ্বিতীয় ধাপে (১–১৩ নভেম্বর) কমিউনিটি পর্যায়ে—গ্রাম ও শহরাঞ্চলে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ৪২ হাজার ৬৩৪ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ১ লাখ ৪০ হাজার ৭৫৬ জন শিশুকে টিকা দেওয়া হবে। শেরপুর জেলায় এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে ১,৬৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের টিকাকেন্দ্র এবং ১,৩৫০টি স্থায়ী টিকাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!