AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি-বাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ২৭


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,পটুয়াখালী
০৪:০৯ পিএম, ১১ অক্টোবর, ২০২৫

পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি-বাস সংঘর্ষে শিশুসহ  নিহত ৩, আহত ২৭

পটুয়াখালীর ফতুল্লা এলাকায় শনিবার (১১ অক্টোবর) সকালে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনা ঘটে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা এলাকায় সকাল ৯টার দিকে। সংঘর্ষের কারণে মহাসড়কটি প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল।

নিহতরা হলেন: র‍্যাবের গাড়িচালক সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল আলীম (৩৩), বাসযাত্রী আফরোজা (৩৫), শিশু পিয়াম (২) ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধানসিঁড়ি পরিবহন নামে একটি বাস কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিল। র‍্যাবের মিনিবাসটি বরিশাল থেকে কুয়াকাটার পথে ছিল। ফতুল্লা এলাকায় পৌঁছালে দুই যানবাহনের মধ্যে ধাক্কা লাগে, যা মারাত্মক দুর্ঘটনায় পরিণত হয়।

আহতদের মধ্যে শিশুকে পটুয়াখালী সদর হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়। র‍্যাবের গাড়িচালক আবদুল আলীম ও আফরোজাকে লেবুখালী ক্যান্টমেন্টে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু নিশ্চিত করা হয়।

পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!