যশোরের অভয়নগর উপজেলায় নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় জামায়াতে ইসলামের পেশাজীবি বিভাগ ও অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে নওয়াপাড়া বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জামায়াত ইসলামের উপজেলা সহ-সচিব এস এম মহিউল ইসলাম সঞ্চালনা করেন এবং পেশাজীবি বিভাগের সভাপতি গোলাম মোস্তফা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামী যশোর জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রসুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা শাখার সহ-সচিব অধ্যাপক গোলাম কুদ্দুস, অভয়নগর উপজেলা শাখার আমীর সরদার শরিফ হোসেন এবং আইবিডাব্লিউএফ যশোর জেলা শাখার সহ-সভাপতি শেখ মতিয়ার রহমান।
এ সময় নওয়াপাড়া সার কয়লা ব্যবসায়ী সমিতি, জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও অন্যান্য স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার বিভিন্ন থানা, পৌর ও ইউনিয়নের জামায়াত ইসলামীর নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/এ.জে