AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুর প্রেসক্লাবে এনটিভি প্রতিনিধি মাহাবুব হোসেন সারমাতের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


Ekushey Sangbad
সুমাইয়া নূর প্রভা ,স্টাফ রিপোর্টার
০৬:২১ পিএম, ১১ অক্টোবর, ২০২৫

মুকসুদপুর প্রেসক্লাবে এনটিভি প্রতিনিধি মাহাবুব হোসেন সারমাতের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জ জেলার প্রখ্যাত সাংবাদিক, এনটিভির জেলা প্রতিনিধি ও দৈনিক আমার দেশ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি মাহাবুব হোসেন সারমাতের অকাল মৃত্যুতে মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এই আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম। এতে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান লেবু, সহ-সভাপতি কবির হোসেন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সামচুল আরেফিন মুক্তা এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ বক্তব্য রাখেন।

বক্তারা প্রয়াত সাংবাদিক মাহাবুব হোসেন সারমাতের সাংবাদিকতা জীবনের নানা দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন একজন সাহসী, নিষ্ঠাবান ও আদর্শবান সংবাদকর্মী। দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ অঞ্চলের মানুষের কথা তুলে ধরেছেন দেশীয় ও জাতীয় গণমাধ্যমে। তাঁর মৃত্যু সাংবাদিক সমাজে এক অপূরণীয় ক্ষতি।

শোকসভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মো. মামুন মোল্লা, ক্রীড়া সম্পাদক মো. বাবুল শেখ, কোষাধ্যক্ষ মো. রাজু মিয়া, আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বি আকাশসহ সদস্য নূর আলম শেখ, আশিক উন-নূর দিপু ও মিরান গাজী প্রমুখ।

সভায় বক্তারা মরহুম সারমাতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পরে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ।

সাংবাদিক মাহাবুব হোসেন সারমাতের মৃত্যুতে গোপালগঞ্জের সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, তাঁর সততা, পেশাদারিত্ব ও মানবিক গুণাবলি ভবিষ্যত সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!