রাজবাড়ীতে পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় গত ২৪ ঘণ্টায় ১৪ জন জেলেকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দিয়েছে।
অভিযানে ১ লাখ মিটার জাল ও ২৯ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এছাড়া জব্দকৃত দুইটি নৌকা নিলামে বিক্রি করে ৬১ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
জেলা মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার (১০ অক্টোবর) বেলা ৩টা থেকে শনিবার (১১ অক্টোবর) বেলা ৩টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে জেলা মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এসব জেলে আটক হন। অভিযানে চারটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জেলা মৎস্য অধিদপ্তর আরও জানায়, নিষেধাজ্ঞা শুরুর পর থেকে (৪ অক্টোবর) রাজবাড়ীতে ৬১টি অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ১৫টি মোবাইল কোর্টের মাধ্যমে ৪১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া ৩ লাখ ৯২ হাজার মিটার জাল, ৮৫ কেজি ইলিশ মাছ জব্দ ও তিনটি নৌকা বিক্রি করে ৯৭ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, “ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধে আমরা দিন-রাত কাজ করছি। জেলেদের সচেতন করার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগও অব্যাহত থাকবে।”
অভিযানে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে