AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদীতে গীতা অনুরাগী জ্ঞান নিকেতনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


Ekushey Sangbad
সৃজন সাহা, জবি প্রতিনিধি
০৫:২৮ পিএম, ১১ অক্টোবর, ২০২৫

নরসিংদীতে গীতা অনুরাগী জ্ঞান নিকেতনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নরসিংদীতে ‘গীতা অনুরাগী জ্ঞান নিকেতন – গীতা জ্ঞান’ এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভ ‘শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাহোম যজ্ঞ’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার সেবা সংঘ (দূর্গা বাড়ি) মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি গীতাপাঠ, হোমযজ্ঞ ও প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়। বিশ্বশান্তি ও সর্বজনের মঙ্গল কামনায় জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ভক্ত, শুভানুধ্যায়ী ও অতিথিরা এতে অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রায় দুইশত শিক্ষার্থীর সমবেত কণ্ঠে সংস্কৃত গীতা পাঠ, যা উপস্থিত সবার মধ্যে গভীর ভক্তি ও অনুপ্রেরণার সঞ্চার ঘটায়। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন গীতা অনুরাগী জ্ঞান নিকেতনের পরিচালক, সেবক ও শিক্ষার্থীবৃন্দ।

সংগঠনের পরিচালক শ্রী বিশ্বজিৎ কুমার সাহা বলেন, “গীতার আলো মানুষকে সত্য, ন্যায় ও শান্তির পথে পরিচালিত করে। গীতার আদর্শ ও শিক্ষাকে জীবনে ধারণ করলেই জীবনের পথ হবে আলোকিত।”

সংগঠনের সদস্য সুশান্ত সাহা বলেন, “আজ আমাদের সংগঠনটি প্রতিষ্ঠার পাঁচ বছর পূর্ণ হলো। প্রতি বছরই আমরা এই দিনে গীতাযজ্ঞের আয়োজন করে থাকি। আমাদের উদ্দেশ্য হলো, ছোট থেকে বড় সকল বয়সের মানুষকে গীতার জ্ঞানে আলোকিত করা। গীতা কেবল পাঠের বিষয় নয়, এটি জীবনে ধারণ করার বিষয়।”

উল্লেখ্য, গীতা অনুরাগী জ্ঞান নিকেতন নিয়মিত গীতা পাঠ, আলোকচর্চা ও ধর্মীয় শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে। বর্তমানে নরসিংদী জেলায় সংগঠনটির চারটি শাখা রয়েছে এবং প্রায় পাঁচ শতাধিক সনাতনী শিক্ষার্থী এতে যুক্ত আছেন।


একুশে সংবাদ/এ.জে

Link copied!