কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়।
শনিবার (১১ অক্টোবর) কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভার মূলগাঁও গ্রামের সুখেন্দ্র বর্মনের বাড়ির পূর্ব পাশে পাকা রাস্তা থেকে দেওপাড়া এলাকার হযরত আলীর ছেলে বাবুল পাঠান (৩২) কে ৫০ পিস ইয়াবাসহ এবং তুমলিয়া গ্রামের কাপাসিয়া মোড় সংলগ্ন সিএনজি স্ট্যান্ড থেকে বাঙ্গাল হাওলা এলাকার মৃত ওমর আলী শেখের ছেলে মোঃ রহিম শেখ (৪০) কে ৮০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
ওসি জানান, বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাপাসিয়া মোড় এলাকায় অভিযান চালিয়ে রহিম শেখকে আটক করে দেহ তল্লাশি করা হয় এবং মূলগাঁও এলাকা থেকে বাবুল পাঠানকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তারা দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী।
গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে