AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দু’ প্রতিষ্ঠানকে জরিমানা



চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দু’ প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জামজামি বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জামজামি বাজারের বীজ, কীটনাশক, ওষুধ, মুদি ও মিষ্টির দোকানগুলোতে তদারকি করা হয়।
এ সময় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে মেসার্স শাহ ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. গোলাম শওকতকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মূল্য তালিকা না থাকা ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণের দায়ে মেসার্স শ্যামল মিষ্টান্ন অ্যান্ড দধি ভান্ডারের স্বত্বাধিকারী শ্রী বিশ্বজিৎ সাহাকে একই আইনের ৩৮ ও ৪৩ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের নির্ধারিত ও যৌক্তিক দামে পণ্য বিক্রি, হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জামজামি ক্যাম্প পুলিশের একটি টিম।সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!