AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তালাকের কারণে গাজীপুরে স্বামীর হাতে খুন নকলার গার্মেন্টসকর্মী সোহেলা খাতুন


Ekushey Sangbad
নকলা, শেরপুর প্রতিনিধি
০৩:৩৫ পিএম, ১১ অক্টোবর, ২০২৫

তালাকের কারণে গাজীপুরে স্বামীর হাতে খুন নকলার গার্মেন্টসকর্মী সোহেলা খাতুন

তালাকের জেরে গাজীপুরে প্রকাশ্য দিবালোকে গলা কেটে হত্যা করা হয়েছে সোহেলা খাতুন (৪২) নামে এক গার্মেন্টসকর্মীকে। হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী কালু সেকের (৪৫) বিরুদ্ধে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে গাজীপুর মহানগরীর গাছা থানার ৩৪নং ওয়ার্ডের শরীফপুর রোডে বাংলালিংক টাওয়ারের নিচে এ ঘটনা ঘটে।

নিহত সোহেলা খাতুন শেরপুরের নকলা উপজেলার ধুকুরিয়া মধ্যপাড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে এবং তিন সন্তানের জননী। তাঁর স্বামী কালু সেক একই উপজেলার মমিনাকান্দা গ্রামের আলতু মিয়ার ছেলে। দম্পতি গাজীপুর মহানগরীর শরীফপুর এলাকায় জনৈক কবির ম্যানেজারের ভাড়া করা বাড়িতে বসবাস করতেন। সোহেলা স্থানীয় গার্মেন্টস কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন এবং কালু পেশায় ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের কারণে তিন-চার দিন আগে সোহেলা তাঁর স্বামী কালুকে তালাক দেন। এতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার বিকেলে কালু স্ত্রী সোহেলাকে রাস্তায় একা পেয়ে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সোহেলার মৃত্যু হয়।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, “সোহেলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী কালুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

সোহেলার পারিবারিক সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার (১১ অক্টোবর) মরদেহ গাজীপুর থেকে গ্রামের বাড়িতে আনা হবে। এরপর জানাজা শেষে তাঁকে স্থানীয় গোরস্থানে দাফন করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!