AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিশুদের ‘নোবেল’ পুরস্কারের মনোনয়নে কিশোরগঞ্জের মাদরাসাছাত্র মাহবুব


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
১১:১৪ এএম, ১১ অক্টোবর, ২০২৫

শিশুদের ‘নোবেল’ পুরস্কারের মনোনয়নে কিশোরগঞ্জের মাদরাসাছাত্র মাহবুব

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার—যা শিশুদের ‘নোবেল’ পুরস্কার হিসেবে পরিচিত—এর মনোনয়ন পেয়েছেন কিশোরগঞ্জের মাদরাসাছাত্র মাহবুব আল হাসান (১৮)। পরিবেশ, জলবায়ু কার্যক্রম, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ মনোনয়ন লাভ করেছেন তিনি।

নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক কিডস রাইটস ফাউন্ডেশন প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে শিশু অধিকার রক্ষায় কাজ করা তরুণদের এই আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত করে থাকে।

মাহবুব কিশোরগঞ্জের আহমাদ জুবাইদা দাখিল মাদরাসা থেকে ২০২২ সালে দাখিল এবং হয়বতনগর এ. ইউ. কামিল মাদরাসা থেকে ২০২৪ সালে আলিম পাস করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। তিনি শোলাকিয়ার আব্দুল্লাহ আল হাছান ও দিলোয়ারা খাতুন দম্পতির ছেলে।

গত তিন বছর ধরে মাহবুব নেতৃত্ব দিচ্ছেন তাঁর প্রতিষ্ঠিত সংগঠন ‘The Change Bangladesh’-কে, যার লক্ষ্য শিশুদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধি করা। তাঁর উদ্যোগে নিয়মিতভাবে বৃক্ষরোপণ, গাছের চারা ও শিক্ষা উপকরণ (খাতা, কলম, পেনসিল) বিতরণসহ হাওর অঞ্চলের শিশুদের শিক্ষার অধিকার রক্ষায় নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এছাড়া অসুস্থ শিশুদের জন্য রক্তের সরবরাহ নিশ্চিত করতে তিনি গড়ে তুলেছেন ‘ব্লাড খুঁজি’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম, যা জরুরি সময়ে রক্তদাতাদের সঙ্গে রোগীর পরিবারকে সংযুক্ত করে।

নিজের অনুভূতি প্রকাশ করে মাহবুব আল হাসান বলেন, “শিশুরাই আমাদের ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা আমাদের সবার দায়িত্ব। আমি বিশ্বাস করি, একটি সচেতন প্রজন্মই পৃথিবীকে বদলে দিতে পারে। তাই শিশুদের নিয়ে কাজ করা শুধু দায়িত্ব নয়—এটি আমার জীবনের লক্ষ্য ও প্রতিজ্ঞা। এই আন্তর্জাতিক মনোনয়ন আমার কাজের প্রতি আরও দায়বদ্ধতা ও অনুপ্রেরণা যোগাবে, যেন বাংলাদেশের প্রত্যন্ত হাওর থেকে শুরু করে শহরের প্রতিটি শিশুই সমান সুযোগ ও নিরাপত্তা পায়।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!