মানিকগঞ্জে ২১ সদস্য বিশিষ্ট ‘মানিকগঞ্জ রিপোর্টার্স ক্লাব’-এর আত্মপ্রকাশ হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক জনবানী পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মামুন মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন এশিয়ান টেলিভিশনের শিবালয় উপজেলা প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রিপোর্টার্স ক্লাবের আয়োজিত ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠানে ইউকে বিচ রিসোর্টে (২০২৫-২০২৭)দুই বছর মেয়াদি এই কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে চ্যানেল আই এর মোঃ আতোয়ার সিকদার ও দৈনিক নতুন দেশের জাহিদ মোল্লা , যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক ঢাকার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের প্রত্যাশা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার শাহাদুর রহমান সুজন, অর্থ বিষয়ক সম্পাদক পদে ট্রাইবুনাল পত্রিকার জেলা প্রতিনিধি ওয়াহিদুজ্জামান সেন্টু, ক্রীড়া সম্পাদক পদে এশিয়ান টেলিভিশনের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি মোঃ আবু বক্কর সিদ্দিক, সাংস্কৃতিক সম্পাদক পদে মুভি বাংলা টেলিভিশনের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি মোঃ আমিনুর রহমান সহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধিরা আরও বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন ।
নব গঠিত মানিকগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোঃ মামুন মিয়া জানান, সাংবাদিকতা মহান পেশা এ পেশাকে জনগণের কাজে নিয়োজিত করতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি । এই ক্লাবের মাধ্যমে আমরা মানিকগঞ্জের সাধারণ মানুষের পাশে থাকবো এবং সাংবাদিকদের উপর হওয়া বিভিন্ন হামলা মামলায় আমাদের রিপোর্টার্স ক্লাব সব সময় পাশে থাকবো।
একুশে সংবাদ/এ.জে