AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লৌহজংয়ে স্কুলের রাস্তায় জলাবদ্ধতা: প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৯:৫০ এএম, ১১ অক্টোবর, ২০২৫

লৌহজংয়ে স্কুলের রাস্তায় জলাবদ্ধতা: প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনী মণ্ডল ইউনিয়নের কাজির পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাটি বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদাপানিতে তলিয়ে যায়, ফলে শিক্ষার্থীদের প্রতিদিন হাঁটুপানি ভেঙে স্কুলে যেতে হচ্ছে। এতে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা ভোগান্তির শিকার হচ্ছেন।

এই দুর্ভোগের প্রতিবাদে শুক্রবার সকাল ১১টার দিকে কাজির পাগলা গ্রামের বাসিন্দাদের উদ্যোগে সীতারামপুর এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাওয়া টোলপ্লাজা, দোগাছি ও গোয়ালীমান্দ্রা এলাকার তিনটি কালভার্টের মুখ বন্ধ থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তারা দ্রুত জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় অভিভাবকরা জানান, রাস্তাটির বেহাল দশা শিক্ষার্থীদের স্কুলে যাওয়া-আসায় চরম ভোগান্তি সৃষ্টি করেছে। তাই দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন মনিরুজ্জামান দুদু, শেখ রাকিব হোসেন, আওলাদ হোসেন রিঙ্কু, মো. রাজন হোসেন ও মুজিবুর রহমান প্রমুখ।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন বলেন, “জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর মানববন্ধনের খবর পেয়েছি। সরজমিনে গিয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!