AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামের এখন টেলিভিশনের সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন


Ekushey Sangbad
আতাউর শাহ, নওগাঁ
০১:১৫ পিএম, ৯ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামের এখন টেলিভিশনের সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

চট্টগ্রামের সীতাকুন্ডে জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে এখন টেলিভিশনের ব্যুরোপ্রধান হোসাইন জিয়াদ ও চিত্রসাংবাদিক পারভেজ রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নওগাঁয় কর্মরত গণমাধ্যমকর্মীদের আয়োজনে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের পাশে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সাপ্তাহিক প্রজন্মের আলোর সম্পাদক আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে বক্তব্য রাখেন — সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা সভাপতি ও বিজয় টিভির জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ও ডিবিসি‍‍`র জেলা প্রতিনিধি একে সাজু, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি সাদেকুল ইসলাম, সকালের সময়ের প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও বাংলা টিভির জেলা প্রতিনিধি আশরাফুল নয়ন, সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলার জেলা প্রতিনিধি সবুজ হোসাইন, দপ্তর সম্পাদক মাহবুল আলম মারুফ ও এখন টিভির জেলা প্রতিনিধি আব্বাস আলীসহ অন্যান্যরা। মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সংবাদ সংগ্রহের সময়ে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা তাদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে ক্যামেরা ভাঙচুর সহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলার সংবাদিক সংগঠনগুলো বিক্ষোভসমাবেশ, মানববন্ধন ও অন্যান্য আন্দোলন কর্মসূচী পালন করছে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। চিহ্নিত সন্ত্রাসীদের এখনও পুলিশ গ্রেফতার করতে পারেনি—পুলিশ প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অবিলম্বে হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা সভাপতি ও বিজয় টিভির জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন বলেন, সাংবাদিকরা জনগণের স্বার্থ রক্ষায় তথ্য সংগ্রহ ও কলম ধরতে পারছে না। দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকরা কলম ধরলে বিভিন্নভাবে হেনস্তার শিকার হচ্ছে; অনেকের প্রাণও গেছে। এসময় সরকার কেন নীরব — বিষয়টি তদন্তপূর্বক দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। কেবল এখন টিভির সাংবাদিক নয়, সাগর রুনি সহ যত সাংবাদিককে হত্যা ও নির্যাতন করা হয়েছে সবগুলোর বিচার হওয়া প্রয়োজন। আইনের আওতায় নিয়ে আসাই যথেষ্ট নয়, শাস্তিও নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর হামলার সাহস না দেখাতে পারে।

সাপ্তাহিক প্রজন্মের আলোর সম্পাদক আব্দুর রহমান রিজভী বলেন, সমাজের রন্ধে রন্ধে দুর্নীতি বিরাজ করছে। এসব দুর্নীতি যখন সামনে নিয়ে আসা হয়, তখনই সাংবাদিককে মিথ্যা মামলায় হয়রানি করা হয় এবং হামলা চালানো হয়। সঠিক বিচার না হওয়ায় অপরাধীরা বারবার হামলা চালিয়ে পার পেয়ে যাচ্ছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে; তা না হলে রাষ্ট্রব্যবস্থা এক সময় ভঙ্গুর হয়ে যাবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!