আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। এ উপলক্ষে লক্ষ্মীপুর জেলায় ৬ লাখ ২৯ হাজার ৯৭৮ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৪৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪ লাখ ১৬ হাজার ৭১২ জন এবং কমিউনিটি পর্যায়ে ২ লাখ ১৩ হাজার ২৬৬ জন শিশুকে টিকা দেওয়া হবে। একটি পৌরসভাসহ জেলার পাঁচটি উপজেলায় একযোগে এ কার্যক্রম পরিচালিত হবে।
বুধবার (৯ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন। লক্ষ্মীপুর জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খিসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী এবং জেলা তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদার।
সভায় জানানো হয়, ৬ লাখ ২৯ হাজার ৯৭৮ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ৯ অক্টোবর পর্যন্ত জেলায় নিবন্ধন করেছে ১ লাখ ৯১ হাজার ৫১৮ জন শিশু।
এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা ক্যাম্পেইন সফল ও সার্থক করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
একুশে সংবাদ/এ.জে