লিঙ্গ বৈষম্য দূরীকরণ, কন্যাশিশুর সুরক্ষা, কন্যাশিশুর অধিকার, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে অধিকার রক্ষা, আইনি সহায়তা, নারীর প্রতি সহিংসতা, বলপ্রয়োগ ও বাল্যবিবাহ প্রতিরোধকে লক্ষ্য রেখে “আমি কন্যাশিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ৮ অক্টোবর বুধবার মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জির সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল। বিশিষ্ট সাংবাদিক ও শ্রীপুর উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী এবং প্রশিক্ষণার্থী ফারিয়া সুলতানা প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণার্থীরা এবং কিশোর-কিশোরী প্রকল্পের কবিতা ও সংগীত শিক্ষক ও সদস্যবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে