গোপালগঞ্জ জেলায় আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন, যা সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় পরিচালিত হবে। এই বিশেষ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৩ লাখ ৪৩ হাজার ৭৩ জন শিশু-কিশোরকে টিকা দেওয়া হবে।
এ উপলক্ষে আজ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে ‘টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক, সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক, জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রুহুল আমীন এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোৎস্না খাতুনসহ অনেকে। বক্তারা টাইফয়েড জ্বর প্রতিরোধের গুরুত্ব তুলে ধরেন এবং ক্যাম্পেইনটি সফল করতে সবার সহযোগিতা কামনা করেন। কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে