“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস–২০২৫ পালন করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে দুমকি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সমাজসেবা কর্মকর্তা মু. অলিউল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী নিপা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আল আমিন, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার, সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নাসির উদ্দিন জুয়েল, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহিদ, দুমকি প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান খান, সিনিয়র সাংবাদিক মোঃ কামাল হোসেন, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজ্জাদুল ইসলাম দুর্জয় ও আমিনুল ইসলাম মৃধা।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যা শিশুর নিরাপত্তা, শিক্ষা ও অধিকার রক্ষা করতে সমাজের প্রতিটি মানুষের সচেতন ভূমিকা প্রয়োজন। কন্যা শিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের স্বপ্ন ও সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে তারা জাতীয় উন্নয়নের অগ্রযাত্রায় অবদান রাখতে পারে।
উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কন্যা শিশু, কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
একুশে সংবাদ/এ.জে