AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৫:৩৭ পিএম, ৮ অক্টোবর, ২০২৫

খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি

সারা দেশের ন্যায় খাগড়াছড়িতেও সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতায় গণমাধ্যমকর্মীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি পালন করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে জেলা শহরের শাপলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি তারুণ ভট্টাচার্য, সহ-সভাপতি মো. জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুর রউফসহ জেলার নয় উপজেলার সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, খাগড়াছড়িতে সাংবাদিকদের উপর হামলা, প্রাণনাশের হুমকি, পেশাগত দায়িত্ব পালনে বাধা, তথ্য সংগ্রহের সময়ে ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নেওয়া, নানা ধরনের হুমকি, ভয়ভীতি, হয়রানি ও হেনস্থা ঘটে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত না হলে সাংবাদিক সমাজের দায়িত্বপূর্ণ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনায় স্বাধীনভাবে কাজ করা সম্ভব হবে না।

মানববন্ধন শেষে সাংবাদিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন। এসময় জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার উপস্থিত হয়ে সাংবাদিকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!