ময়মনসিংহের তারাকান্দায় মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে পানিতে ডুবে আলাইনা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের পঙ্গুয়াই গ্রামের রবিন সরকারের মেয়ে। স্থানীয়রা জানায়, রবিন সরকারের জমজ শিশু আলাইকা ও আলাইনা বাড়ি থেকে নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করার পর বাড়ির সামনে পুকুরের পানিতে তাদের সন্ধান মেলে।
জীবিত আলাকা উদ্ধার হলেও আলাইনা অজ্ঞান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে