ফরিদপুরের সদরপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে তিন জেলেকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ করা ৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (৬ অক্টোবর) সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন এলাকায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে তিনজন জেলেকে ইলিশ শিকাররত অবস্থায় আটক করা হয় এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা।তিনি মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী আটক তিন জেলেকে প্রত্যেককে ১ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।পরে জব্দ করা ৫ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী ৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ মাছ ধরা, বাজারজাতকরণ, পরিবহন ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ। এই সময় নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, “ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা অত্যন্ত দুঃখজনক ও ক্ষতিকর। এতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। জনস্বার্থে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
একুশে সংবাদ/এ.জে