AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যশোরে স্ত্রী ও দুই কন্যাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৬:২২ পিএম, ৬ অক্টোবর, ২০২৫

যশোরে স্ত্রী ও দুই কন্যাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৮ম আদালত সোমবার (৬ অক্টোবর) বিকেলে জহিরুল ইসলাম বাবু নামের এক যুবককে স্ত্রী ও দুই কন্যাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় বাবু আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি মাহাবুবুর রহমান।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত বাবু যশোর সদরের জগন্নাথপুর এলাকার মশিউর বিশ্বাসের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ জুলাই বাবু তার স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথি (৩২) এবং দুই মেয়ে সুমাইয়া (৯) ও সাফিয়া (২)কে নিয়ে নিজের বাড়িতে ফেরার পথে অভয়নগর উপজেলার চাঁপাতলা গ্রামে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহগুলো যশোর-খুলনা মহাসড়কের পাশে চেঙ্গুটিয়া এলাকার একটি বাগানে ফেলে রাখেন। হত্যাকাণ্ডের পর বাবু নিজেই পুলিশের কাছে বিষয়টি স্বীকার করেন এবং ডিবি হেফাজতে নেওয়া হয়।

অভয়নগর থানায় নিহত সাবিনা ইয়াসমিন বিথির বাবা মুজিবর রহমান মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, বিথি ও বাবুর বিয়ের পর থেকে দাম্পত্য জীবনে কলহ চলছিল এবং যৌতুকের দাবিতে বাবু প্রায়ই তাকে নির্যাতন করতেন। ঘটনার দিনও ঝগড়া ও মারধরের এক পর্যায়ে তিনজনকেই শ্বাসরোধে হত্যা করা হয়।

পুলিশের তদন্ত শেষে ২০২২ সালের ৩০ নভেম্বর বাবুর বিরুদ্ধে চার্জশিট আদালতে জমা দেওয়া হয়। সোমবার রায়ে আদালত তাকে ফাঁসির আদেশ দেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!