সোমবার (৬ অক্টোবর) সকালে আত্রাই উপজেলা পরিষদ চত্বরে একটি হনুমান দেখা গেছে। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয় এবং হনুমানটি দেখার জন্য ভিড় জমে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হনুমানটি প্রথম উপজেলা পরিষদ চত্বরে অবস্থান করছিল, পরে পূর্ব এলাকার দিকে চলে যায়। এ সময় আরও মানুষ সেখানে আসেন এবং ঘটনা পর্যবেক্ষণ করেন।
আত্রাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ জানান, এটি বন্যপ্রাণী। কখনও কখনও হনুমান দলছুট হয়ে মানুষের এলাকায় চলে আসে। তিনি অনুমান করছেন, এটি অন্য এলাকার হনুমান।
স্থানীয়রা বলেন, দীর্ঘদিন পর হনুমান দেখায় তারা খুবই উৎসাহী। আত্রাই ইউএনওথর গাড়ি চালক আব্দুল মালেকও বলেন, তিনি নিজেও হনুমানটি দেখতে এসেছেন।
একুশে সংবাদ/এ.জে