চুয়াডাঙ্গা পৌরসভার পাঁচপকেট রেললাইন সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধা নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা জিআরপি (রেলওয়ে ফাঁড়ি) পুলিশ লাশ উদ্ধার করে রেলস্টেশনে নিয়ে যায়।
রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই জগদীশ চন্দ্র জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশে বৃদ্ধার দেহের খণ্ডিত অংশ পড়ে থাকতে দেখেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক ধারণা অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে কেটে মৃত্যু ঘটেছে। নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। পুলিশ ধারণা করছে, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং বয়স প্রায় ৬০ বছর।
এ ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চুয়াডাঙ্গা ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ ও রহস্য উদঘাটনের জন্য তদন্ত শুরু করেছে।
একুশে সংবাদ/এ.জে