পরিকল্পিত উন্নয়নের ধারা ও নগর সমস্যায় সাড়া দেয়ার প্রতিপাদ্যকে কেন্দ্র করে সোমবার (৬ অক্টোবর) লক্ষ্মীপুরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা গণপূর্ত অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার লাখি। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খিসা।
সভায় বক্তব্য রাখেন জেলা গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী বেলাল হোসেন, উপসহকারী প্রকৌশলী নাজমুল আলম ও মো: শাহজাহান।
এসময় জেলা গণপূর্ত অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে