কিশোরগঞ্জের ভৈরবে ফাঁসিতে ঝুলন্ত যুবক রাসেল মিয়ার (২৫) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (৬ অক্টোবর) সকালে পৌর শহরের আমলা পাড়া অবদার মোড় এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার ভোলা মিয়ার ছেলে। বিষয়টি ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র ও থানা পুলিশের তথ্যমতে, রাসেল মিয়া একজন অটো রিকশা চালক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি মানসিক রোগে ভুগছিলেন। ১ বছর আগে তার স্ত্রী ও এক মাস বয়সি কন্যা সন্তান নিয়ে বাবার বাড়ি কুমিল্লায় চলে যান। এরপর থেকে তার মানসিক অবস্থার অবনতি ঘটে এবং ধীরে ধীরে মাদকের অভ্যাসও দেখা দেয়।
পুলিশ জানায়, গত ৫ অক্টোবর রাতে রাসেল নিজ ঘরে খাবার না খেয়ে শুতে যান। সোমবার সকাল ছয়টায় ছোট ভাই ডাকতে গিয়ে দেখেন রাসেল সিলিং ফ্যানে ঝুলে আছেন। এরপর থানা পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজন শাহদাত হোসেন বলেন, “রাসেল চার ভাইয়ের মধ্যে তৃতীয়। সে আগে ভালো ছিল। তবে অস্বাভাবিক আচরণ ও মাদকের কারণে সমস্যা সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাকে দু’বার জেলেও রাখা হয়েছে। সঠিক চিকিৎসা পেলে সম্ভবত তাকে সুস্থ করা যেত।”
ওসি খন্দকার ফুয়াদ রুহানি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

