গোপালগঞ্জের মুকসুদপুরে মহিলা দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) বিকালে মুকসুদপুর সদর বাজারে এ লিফলেট বিতরণ করা হয়।
গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের সংসদ পদপ্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুকসুদপুর মহিলা দলের নেত্রী জাহানারা খানম, ফারজানা আক্তার সুখি, সালমা আক্তার সুইটি, শেফালী বেগম, রুমা বেগম, আসমা বেগম, শম্পা খানন, শাহেদা বেগমসহ অনেকে।
লিফলেট বিতরণের সময় নেতৃবৃন্দ বলেন, “বিএনপি ক্ষমতায় এলে নারীর অধিকার বাস্তবায়ন করা হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে এবং বেকারত্ব দূর হবে।”
একুশে সংবাদ/এ.জে