শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ট্রাফিক) মোহাম্মাদ সুলাইমান। বুধবার (১ অক্টোবর) দুপুরে তিনি উপজেলার মণ্ডপগুলোতে গিয়ে পূজার সার্বিক নিরাপত্তা ও পরিস্থিতি খতিয়ে দেখেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল, সালথা থানার ওসি মো. আতাউর রহমান, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সিনিয়র সাংবাদিক মনির মোল্যা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অতিরিক্ত ডিআইজি মো. সুলাইমান বলেন, “ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকের নির্দেশে ফরিদপুর ও রাজবাড়ির বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছি। দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি না সৃষ্টির জন্য সকলের প্রতি অনুরোধ রইল।”
একুশে সংবাদ/এ.জে