AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরগঞ্জে ১২৯টি মন্দিরে অর্থ সহায়তা ও ধুতি বিতরণ



সুন্দরগঞ্জে ১২৯টি মন্দিরে অর্থ সহায়তা ও ধুতি বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে নগদ অর্থ সহায়তা ও ধুতি উপহার প্রদান করা হয়েছে।

উপজেলার মোট ১২৯টি মন্দিরে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়। এই মহৎ উদ্যোগের অর্থায়ন করেছেন বিশিষ্ট সমাজসেবক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ধোপাডাঙ্গা ইউনিয়ন জাপার সভাপতি ও সাবেক চেয়ারম্যান এটিএম মাহবুব আলম শাহীন, প্রবীণ জাপা নেতা শফিকুল ইসলাম বাদশা সরকার, উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক আহ্বায়ক মো. গোলাম রব্বানী রুবেল, ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদারের প্রেস সচিব মোঃ হাসানুজ্জামান হাসান, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক আহ্বায়ক নুরে আজম শাহিন, কঞ্চিবাড়ী ইউনিয়ন যুব সংহতির সভাপতি মো. রানা মিয়া, তারাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক নেতা আলহাজ্ব আজিজুর রহমান, উপজেলা জাতীয় কৃষক পার্টির সাবেক সভাপতি মোস্তফা মাস্টার, সাবেক সদস্য সচিব আমানুল্লাহ আমানসহ জাতীয় পার্টি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার সর্বদা মানবসেবায় নিয়োজিত থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে ধর্মীয় উৎসবগুলোতে তিনি সনাতন, মুসলিম ও অন্যান্য ধর্মাবলম্বীদের সহযোগিতা করে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তারা আরও বলেন, মন্দিরে অর্থ ও ধুতি উপহার প্রদানের মাধ্যমে শারদীয় দুর্গাপূজাকে আনন্দময় ও অর্থপূর্ণ করতে তার ভূমিকা প্রশংসনীয়। এ ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ড মানুষকে আরও ঐক্যবদ্ধ করবে এবং ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করবে।

তিনি সবসময় চেষ্টা করেন মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করা তার জীবনের মূল লক্ষ্য। আগামীতেও তিনি সমাজ ও মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করে যাবেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয়রা এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা প্রকাশ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!