সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সালমা নজর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
বুধবার (১ অক্টোবর) দুপুর ১টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে এলাকার প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন করে তিনি হিন্দু ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান **তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন।
সালমা নজর বলেন, “শারদীয় দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের প্রতি আমি আহবান জানাচ্ছি।”
এসময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন—মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু তালুকদার, সদস্য মোঃ কামাল হোসেন, যুবদলের আহ্বায়ক গোলাম সয়ফুল, যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সুহেল ও সাইদুর রহমান জিয়া, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাকারিয়া, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোছাব্বির তালুকদার সাগর, উপজেলা ছাত্রদের সদস্য আরিফ তালুকদার, জেলা ও উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য ও নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে