AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০১ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আত্রাইয়ে পাইকড়া–বাজেধনেশ্বর রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে


Ekushey Sangbad
নাজমুল হক নাহিদ, আত্রাই, নওগাঁ
০২:৩৬ পিএম, ১ অক্টোবর, ২০২৫

আত্রাইয়ে পাইকড়া–বাজেধনেশ্বর রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের পাইকড়া থেকে বাজেধনেশ্বর গ্রামের মধ্য দিয়ে পাকা রাস্তা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল। সংস্কার না হওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে রয়েছেন।

এ রাস্তাটি স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনিক যাতায়াত করেন বড়াইকুড়ি, কচুয়া, বাগমারা, উলাবাড়িয়া, কুশাতলা ও শলিয়া গ্রামের মানুষ। সামান্য বৃষ্টিতেই কাদায় ভরা হওয়ায় নারী-পুরুষকে হাটু কাদা অতিক্রম করতে হয়।
রাস্তার পাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো—পাইকড়া উচ্চ বিদ্যালয়, পাইকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিলবাড়ি এবতেদায়ী মাদ্রাসা, বাজেধনেশ্বর মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়—যে শিক্ষার্থীরা প্রতিদিন চলাচল করে, তারা প্রায়ই বিদ্যালয়ে যেতে পারছেন না।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, “বিভিন্ন সরকারের আমলে বহুবার আবেদন করেও রাস্তার সংস্কার হয়নি। এলাকার জন্য এটি অত্যন্ত জরুরি।”
প্যানেল চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, “২০২৫-২৬ অর্থ বছরের মধ্যে রাস্তা পাকাকরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!