গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কমলাপুরে বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথি হিসেবে ফিতা ও কেক কেটে কার্যালয়ের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী।
এ সময় সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহিদ মোল্যা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মোমিনুল ইসলাম।
কার্যালয় উদ্বোধন উপলক্ষে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে উচ্ছ্বাস প্রকাশ করেন।
একুশে সংবাদ/এ.জে