AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাভারে জলাবদ্ধতার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০১:২১ পিএম, ১ অক্টোবর, ২০২৫

সাভারে জলাবদ্ধতার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ঢাকার সাভারের শোভাপুর ও তেঁতুলঝোড়া ইউনিয়নের তিনটি এলাকায় জলাবদ্ধতার প্রতিবাদে আজ (১ অক্টোবর) স্থানীয়রা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

স্থানীয়রা সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত ফুলবাড়িয়া এলাকায় প্রায় ১ ঘন্টা ২৫ মিনিট মহাসড়ক অবরোধ রাখেন। এতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা স্থানীয়দের বুঝিয়ে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা অভিযোগ করেন, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে তারা জলাবদ্ধতায় ভুগছেন। ঢাকার আরিচা মহাসড়ক সংলগ্ন একটি জমির মাধ্যমে পূর্বে পানি নিষ্কাশন হতো, কিন্তু সম্প্রতি সেই জমি ভরাট হওয়ায় সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় জোসনা বেগম বলেন, “পানি নিষ্কাশনের একমাত্র ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় গত এক সপ্তাহ ধরে আমাদের ঘরে পানি ঢুকে গেছে। বাচ্চাদের পড়াশোনা, রান্নাবান্না—সবই কষ্টসাধ্য হয়ে গেছে। প্রশাসনের হস্তক্ষেপ ও দ্রুত সমাধান প্রয়োজন।”

আরেক বাসিন্দা সিয়াম সাদ চৌধুরী বলেন, “প্রতিবাদ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এখন আমাদের ঘরে পানি রয়েছে। যথাযথ ব্যবস্থা নিতে হবে।”

ঘটনার পর সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জানান, সমস্যার মূল কারণ হল ব্যক্তিগত মালিকানাধীন জমি ভরাট হওয়া। তিনি বলেন, “সমস্যার সমাধানে সকল পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করা হচ্ছে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!